# নেপথ্য # (অনুরাধা চক্রবর্ত্তী)
জীবনের অনেক গল্প পিছনেই রয়ে যায়,
কেউ জানে না সেই সত্যি গল্প গুলি নীরব রয়।
তবে নীরবতারও ভাষা থাকে, সেই ভাষাগুলো
বুঝে নিতে হয়; পিছনের এই গল্পগুলো নীরব হয়েও কথা বলে চলে অবিরাম, ঝর্নার মতো।


সাগরের মতো জীবনেও আসে প্লাবন- ঝড়,
উড়ে চলে যতো মিথ্যা, সত্য বাজ পড়ে, কড় কড়।
পিছনের নীরব সত্য গল্পগুলি সামনে আসে তখন, চিরদিন পিছনে থাকা সত্য গুলো, ক্লান্ত যখন,
নীরব সত্য এগিয়ে আসে, দাঁড়ায় ধূমকেতুর মত।


শুধু এইটুকুই সময়, এটাই হয়তো সত্যের জয়,
অধর্মের পরাজয়, কিংবা, মিথ্যার পরাজয়।
নীরবতা ভাষা পেলেও সেই ভাষা বোঝেনা সবাই,
আবার ফিরে আসে মিথ্যা, সত্য হয়ে ওঠে নীরব,
পিছনের গল্প হওয়া এই সত্য, হয়ে ওঠে নেপথ্য।