*পরকীয়া*/

*অনুরাধা চক্রবর্ত্তী*’

তুমি বিবাহিত পুরুষ।
তবু রোজ কেন আসো গঙ্গার ঘাটে?
ঠিক আমার আশেপাশে, যেন হাওয়ার অজুহাতে
আমার ওড়নাটা উড়ে যেতেচায়;

তোমার চোখের উষ্ণতায়—
শুকিয়ে যায় আমার সমস্ত দুপুর,
তোমার চওড়া কাঁধ যেন পাহাড়ের মতো অবিচল,
তবু  তার ছায়ায় আমার বুক ধকধক করে..

তোমার দীঘল চুল—
যমুনার নীল জলকেও হার মানায়,
যেন চুলে চুলে ছড়িয়ে আছে শত কাহিনী ,
তুমি যখন ঘাড় ঝাঁকিয়ে পেছন ফিরে তাকাও আমার দিকে,
আমার লজ্জা অজগরের মত
আমাকেই  গিলে খায়।

তুমি কথা বলো না, তবু কথা বলে ওঠে
তোমার আঙুল, তোমার কণ্ঠের নিচের চুপচাপ ঢেউ।
হাত ছুঁয়ে যায় না, অথচ ছুঁয়ে যায় কিছু—
হৃদয়ের অলক্ষ্য দরজাগুলো।

আমি বারবার নিজেকে বোঝাই—
তুমি তো আমার নও, আমি তো অপরাধী হব!
তবু হাওয়া, ছোঁয়া, চুল আর নীরবতা
আমাকে খাচ্ছে গিলে।

তোমার এই পুরুষালি সৌন্দর্য নিয়ে
তুমি বারবার সান্নিধ্যে আসো,
অকারণে চোখ তুলে তাকাও,
নারীর আর দোষ কি বলো,
সেতো  প্রেমে পড়বেই...।