# প্লাস্টিকের মেরুদণ্ড # / অনুরাধা চক্রবর্ত্তী।


মুখোশ গুলোই ঘুরছে কেবল,
             নেই তো কারো  মুখ,
মুখোশ গুলো ভীষণ তেজী,
         ওরা করেনা ভুলচুক ।


মেরুদন্ড সেওতো বাঁধা,
     অন্যলোকের কাছে
প্লাস্টিকেরই শিরদাঁড়া টাও
তাই ভয় , খুলে পড়ে পাছে।


তুমি আমায় পাইয়ে দেবে,
আমিও দেবো তোমায়,
ভুলভ্রান্তি সব কিছু বাদ,
     ওসব যাবে ক্ষমায়।


তোমার গুণের ঢাক পেটাবো
তুমিও পেটাও আমার ঢোল,
এমনি করেই মহান হব,
থামছো কেন ? বলো হরি ,  হরিবোল ।।