রবীন্দ্রনাথ! রবীন্দ্রনাথ! তুমি ছিলে, আছো থাকবে_
       এই পৃথিবী চিরদিন, তোমায় মনে রাখবে।


২২শে শ্রাবণ, শোকেরমিছিল, বিদায় নিলে তুমি,
তবুও তুমি অবিনশ্বর,প্রমাণ দেবে, প্রকৃতি, সাগর, ভূমি।


তোমার আসা, তোমার যাওয়া, সেতো কালের ছকে মাপা _
মৃত্যু তবুও পারেনিকো, তোমায় দিতে চাপা ।


সহজপাঠে রবীন্দ্রনাথ, সেই ছোট্ট বেলায় চেনা _
চোখেরবালি, নৌকাডুবি,গোরা, চতুরঙ্গতে আরো জানা ।


এমনি করেই রবীন্দ্রনাথ! আমার প্রাণের ঠাকুর হলে
এই জীবনের সকল দর্শন, তোমার লেখাই বলে।


আজকের দিন তোমার দিন, তুমি অমর কবি,
প্রনাম জানাই তোমায় আমি, তুমিই প্রাণের রবি।।


(২২শে শ্রাবণ/ ৮ই আগস্ট ২০২৩/কলকাতা, কবির মৃত্যুার্ষিকী তে, কবিকে কবিতা দিয়ে প্রনাম জানাই।)