# সরস্বতী বন্দনা # /অনুরাধা চক্রবর্ত্তী


বন্দনা করি, বন্দনা করি, তব চরণে মাগো !
বিদ্যাদাত্রী, বীণাপাণি! শুভ্র স্নিগ্ধ দেবী জাগো।
বসন্ত পঞ্চমী তিথিতে হয় মাগো তব আগমণ,
মন্ত্রহীনা জ্ঞানহীনা মোরা পাই জেনো দেবী, তব চরণ।


পলাশ ফুলে, পুজিবো তোমায়, গাঁথবো গাঁদার মালা,
দোয়াত কলম রাখবো তব পায়ে, রাখবো কুলের ডালা।
অঞ্জলী দেবো চরণে তোমার প্রদীপ দেবে আলো,
তোমার আশীষ মাথায় পেলে,ঘুচবে আঁধার কালো


জয় জয় দেবী, তব চরাচরসারে,
   কুচযুগ শোভিত, তব মুক্তা হারে।
পুজিব তোমায় ভক্তিতে, চন্দনে ফুলো হারে,
প্রনাম জানাই চরণে তোমার, আমরা বারে বারে।।