সরস্বতী # /অনুরাধা চক্রবর্ত্তী।


রোদ ওঠে মেঘ সরিয়ে,
গঙ্গার ই নাম ভাগীরথী,
জীবন বাঁধা পেরিয়ে ছোটে,
তোমার ঘরের সরস্বতী ।


ভাঙা ঘরে খড়ের চাল,
ভাঙা চৌকি বড্ড বেহাল,
সরস্বতী তবুও পড়ে,
বড়ো হবার স্বপ্ন গড়ে।


পূজার দিন জন্ম বলে, সরস্বতী নাম,
চৌদ্দ বছর আগেও সেদিন, ভীষণ ধুম ধাম।
গরীব ঘরে মেয়ে, সবার ভীষণ ব্যাজার মুখে,
সরস্বতীর মা, কাঁদলো, বুকে বাজলো দুখ।


এমনি করেই বছর পেরোয়, চোদ্দো বছর পরে
মাধ্যমিকের ফল বেরোলো, প্রেস এলো ঘরে।
সরস্বতী সবার প্রথম, মুখ রাখলো মেয়ে,
আজও মায়ের অশ্রু ঝরে, চোখের কোল বেয়ে।


সরস্বতী কাছে এলো, বললো কেঁদো নাতো,
সরস্বতীর উমা মা কে কাঁদতে নেইকো অতো।।