*স্বপ্ন চোখে এগিয়ে চলা*

— *অনুরাধা চক্রবর্ত্তী*

রাত গভীর হলেও স্বপ্ন ঘুমায় না,
সে চোখে আলো নিয়ে হাঁটে নিরালায়।
পায়ের নিচে কাঁটা, মুখে হাজার প্রশ্ন,
তবুও এগিয়ে যায়… পিছু না তাকিয়ে।

তাকে কেউ বলে “অবাস্তব”,
কেউ হেসে বলে “অসম্ভব”,
কিন্তু সে জানে—
যার ভেতরে আগুন জ্বলে,
তার পথ একদিন আলোয় ভরে।

সময়ের সঙ্গে সবাই বদলায়,
কিন্তু স্বপ্ন দেখে যারা—
তারা বদলায় সময়কে।
তারা ভেঙে দেয় জড়তা,
তারা গড়ে তোলে আকাশ।

হয়তো হোঁচট আছে, হয়তো জলচোখ,
হয়তো সবার মাঝেও একাকিত্ব,
তবু যার চোখে স্বপ্ন,
সে জানে—
এই যাত্রাটাই সবচেয়ে সত্য।

তাই যারা বলে—“থেমে যাও”,
তাদের দিকে নয়,
তুমি তাকাও ভোরের দিকে।
যে ভোর বলে—
“এগিয়ে চলো… কারণ তুমি স্বপ্নদেখা মানুষ,
তোমার পেছনে আছে একটা নতুন দিগন্ত।”