শিরোনাম:
তোমার চোখের ভাষা
– অনুরাধা চক্রবর্ত্তী

তোমার চোখে কোনো ভাষা নেই—
তবু আমি পড়ে ফেলি প্রতিটি নিরবতা,
যেন পুরনো নদীর মতো গভীর,
যেখানে জল শুধু নয়— স্মৃতি ভেসে যায়।

তুমি কিছু বলো না—
তবু বাতাসে ঘুরে ফিরে আসে তোমার নৈঃশব্দ্য,
যেখানে সন্ধ্যার মতো শান্তি,
আর রাতের মতো প্রেম জমে থাকে।

আমি জানি না,
এই ভাষাহীন কথোপকথন কতদিন চলবে—
তবু একেকটা চোখে চোখ রাখার মুহূর্তে,
আমি প্রেমে পড়ি নতুন করে— বারবার।