উমা রেগে বলেন ডেকে,"ওরে হতচ্ছাড়া !
সারাদিন দুভায়েতে ঘুরিস আমায় ছাড়া?
তোমার পিতা ধ্যানএ বসে, দিব্যচোখে দেখেও গা সওয়া _ /
যদিও তিনি ভালোই জানেন, কাল আসছে মহালয়া।
অসুরপোদের  টেনে তোল, বড্ড বেড়েছে মোষ "_
উমামায়ের চিৎকার, শিবের চক্ষু দিয়ে ধেয়ে আসে রোষ। /
উমা বলেন,"ওরে গণা! দর্জিকে আজ ডেকে আনা,
খুব ভালো ডিজাইনে এর নরম পাতলা জামা বানা।"
গণেশ বলেন ভীতমুখে,"মাগো! জামা পোরবনা _
এই গরমে জামা পরলে, মর্তে যেতে পারবনা।"  
"ওরা তবে কেমন করে মর্তে বাঁচে বল?
গোলকরিসনা আর যেনো, খালি গায়েই চল।"
লক্ষ্মী বলেন,"মাগো! আমার সোনার হাকোবা শাড়ি কই?"/
সরস্বতী এসে বলেন ,"আমারও চাই অনেক বই।"
মৃদু হেঁসে উমা বলেন,"সবই আছে বাছা !
শুধু দেখিস, কার্তিক যেন ভালোকরে বাঁধে কাছা।"


নারদ এসে বলেন,"মাগো!পূজোর নিষ্ঠা গিয়ে এখন এলো থিম _ /
মহেশ্বর জানলে পরে, কিহবে তা ভেবে আমার শরীর হচ্ছে হিম।"/
উমা বলেন,"চুপ করে যাও, এমন বলোনা আর _
নিয়ম নীতি, নিষ্ঠা গেলেও, ভালোবাসে ওরা আমায়, এটাই পূজোর সার"।।