তোমার শরীরের উত্তাপ দগ্ধ করুক
আমার প্রাণের সকল শীতলতা কে —
ভালোবাসার তাপেই যেন গলে যাই,
তোমার নিঃশ্বাসে ভিজে উঠুক রাত্রির পত্রকে।
চোখ বুজলেই যেন জেগে উঠি তোমায় ছুঁয়ে,
তোমার ত্বকের ঘ্রাণে ভরে উঠুক হৃদয় আমার।
এই জোছনারা হোক শুধু তোমার আঙুলের মত,
যে আমায় ছুঁয়ে বলে—"আরও একটু কাছে এসো, প্রিয়।"