# ভালো থেকো # / ( অনুরাধা চক্রবর্ত্তী।)


সব লিখি আমি, লিখি আলো, লিখি কালো,
আশা'করে থাকি,আঁধার সরে, আসবে আলো।
তোমাদের হিংসা, ক্রোধ, বিদ্বেষ, সব লিখে রাখি,
অনেকটা দুঃখ বেদনা বুকে চাপি হাসি দিয়ে ঢাকি।


গুপ্ত শত্রুদের মিথ্যা ষড়যন্ত্রের কারণটাও আমি বুঝি,
ওদের স্বার্থ, ওদের নামায় অনেক নিচে, বাঁচানোর পথও খুঁজি।
ওদের স্বার্থ মিটিয়ে চলো, দুদিন হবে তোমার সাথী,
তারপর সবটা ফাঁকা , কেউ হবেনা তোমার ব্যাথী।


এই পৃথিবীর এমনই ধারা, তোমার সুখে ওদের জ্বলে,
তোমার দুঃখ, তোমার কষ্ট, কেউকি আছে, সেটা বলে?
তোমায় নিয়ে যারা কুৎসা করে,তারাই ছড়ায় অন্যের নাম,
কারন ওরা স্বার্থপর, মন্দ করাই ওদের কাম।
তোমার প্রদীপ জ্বালিয়ে রেখে, এগিয়ে যাও আপন কাজে,
সফল হয়ো এগিয়ে চলো, ভালো থেকো সকাল সাঁঝে।।