।।   ভীমরুল  ।।
আশে পাশেই আছো তুমি, লুকিয়ে দেখছো সব ,
সবার লেখা,সবার পোস্ট, লুকিয়ে গেলো গপগপ।
কিন্তু সামনে আসবে না, লাইক কমেন্ট করবেনা,
এটাই তোমার চাল, তুমি ফ্রেন্ডশিপ টাও ছাড়বেনা,
যদিও তুমি কারোরই বন্ধু নও, তুমি আস্ত ভীমরুল,
ডালেডালে ঘুরেই চলো,  ঝাড়ও বড়ো বড়ো গুল ।

সবেতেই তুমি পারদর্শী, আমরা বেকার ছাল,
তোমার কথা ভীষন দামী, আমরা বকছি ভূলভাল।
তবুও তুমি বন্ধু সেজে অন্যের পোস্টে মারো উঁকি,
পোস্ট দেখে কি পেতেচাও? নিচ্ছো এতো ঝুঁকি;
এমন সব অ্যাপস আছে, যে বলবে তোমার গতি,
আর এসোনা চোরের মতো, নিজের করবে ক্ষতি।

তোমার আছে টাকার গরম,আর হিংসা মনে মনে,
কারো ভালো দেখলে পরে জ্বলে মরো প্রাণে।
টিটকারী করো মেসেঞ্জার এ, দমিয়ে দিতে তাকে,
তোমার ছোটো মনের পরিচয়, মেলে কথার বাঁকে।
সেলেব বলে তুচ্ছ করো, করো তাঁদের মানহানি,
চুপ থাকো,আর শুনবোনা যতো আতাল বাণী।
টাকা দিয়ে সব কিনবে? ভাষা কিনতে পারবে?
পডিয়ামের সামনে গিয়ে,বার বার তুমি হারবে।

শব্দের দেবী ক্ষমা করবেনা, দেবেনা কোনো ছাড়
কবিতার কাছে, কবির কাছে, এটাই তোমার হার।