কোথাও যেন অভিমান গুলো হয়ে একজোট
জীবনের কানা গলিতে ঘাপটি মেরে বসে থাকে।
হৃদয়ের উষ্ণতায় ক্ষোভের জমাট বরফ  
গলতে গলতে হয়ে যায় বহতা নদী -
কিন্তু ভালোবাসা সেতো খরস্রোতা!
কষ্টের আঁচড় আর ভালো লাগার পরশ,
উভয় অনুভূতিতে বয়ে চলে নিরবধি।
উত্তরগুলো একে একে ধরা পড়ে মনে
যে প্রশ্নগুলো স্বপ্ন ও জাগরণে তাড়া করতো।
তার মাঝেও কিন্তু থেকে যায়
একটু অস্পষ্টতা, একটু হালকা ভাব ;
তবুও চোখ জুড়ে অপার স্বপ্ন-
আগামী পৃথিবীর ভবিষ্যতের।

জানি না সকালগুলো সবসময় কেমন হবে?
হয়তো যান্ত্রিকতা খুবলে নিবে ভালোলাগাকে!
হয়তো আটপৌরে জীবনের ক্লান্তিতে
হারাবে ভালো লাগা ও ভালোবাসার ক্ষণগুলো।
তবুও ভালো লাগে- হোক না সাময়িক?
সময়ের সাথে হচ্ছে স্মৃতির পাল্লা ভারী।
আমরা মানুষ, আমরা সবই পারি!
মুগ্ধতায় কাটুক প্রতিটি ক্ষণ-
সফল হোক জীবনের শত আয়োজন।


রচনাকাল : ৩০ মে ২০১৫