শহরের অলিগলিতে জলাবদ্ধতায়
আমি তোমায় দেখেছি,
জানালার ফাঁকে হাত বাড়িয়ে
আমি তোমায় ছুঁয়েছি।
তুমি ছিলে ডুবে যাওয়া
নিচু তলার ঘরে,
তুমি ছিলে গাড়ি থেকে নামা
ধনী কন্যার বৃষ্টি ভেজার তরে।
আবার কখনো কবির কাছে
সদ্য রচিত কোনো কবিতা,
কখনো আবার বিশাল আকাশে
মেঘে ঢাকা সবিতা।
বৃষ্টিকন্যা তোমায় আমি
অনুভব করি যত,
অঝোর ধারায় বন্যা হৃদয়ে
বয়ে চলে অবিরত।