আজো ভাবি তুমি বলবে আমায়
কেন তোমার মনটা হারায়
দিন যে গেলো কথায় কথায়
মূল কথা যে হারিয়ে যায়।