মনের অন্দরমহলে এত তাড়াতাড়ি জায়গা দিলে
আফসোস হবে চির সঙ্গী তোমার।
তাই বলি ধীরে ধীরে প্রবেশিতে দাও মনের অন্দর ;
এ ভবে রবে নাকো হায় হায় রব।
প্রথম দর্শনেতে যদি জানিয়ে দাও,
জীবনের কোলাহল;
দিন শেষে আফসোসেতে,
পান করে যাবে হলাহল।
কাছাকাছি পাশাপাশি রবে,
প্রতিটা দিন নতুন রূপে জানবে তারে;
কখনো বা গ্রীষ্মের কাঠফাটা রোদের মতো,
কখনো শ্রাবণের অঝোর ধারে।
জানাজানির ঐ প্রহরে যদি,
হৃদয়টা ভাসে প্রেমের জোয়ারে;
বুঝবে সেদিন সত্যি তোমার,
প্রেমের অনুভূতি।
ধীরে ধীরে কারো মনের গভীরে,
পৌঁছে গেছি নিজেরই অজান্তে;
ভালোলাগায় তার হৃদমাঝারে,
জড়িয়ে ফেলেছি নিজেকে।
মোহমুক্তির অবসর ঘটার আগেই,
নতুন এক বন্ধনে কবে কোথায়;
ভালোবাসার সুতোয় বোনা জালে,
আটকা পড়ে আছি।
আমি শুধু কেবলি ভাবি,
এ কোন ঐন্দ্রজালিক মায়ায়,
বেদনার অনুভূতিরা প্রশমিত হয়;
কেন ভালোবাসা এমনি হয়?
ছেড়ে ও ছাড়তে হৃদয়টা হয় রক্তাক্ত।
কেন সব পিছুটান ছেড়ে গিয়ে,
বলতে পারি না ' আসবো না আর ফিরে'?
কেন ঐ মুখের পানে চেয়ে আমার শত অভিমান,
বর্ষার ভরা জোয়ারের রূপ নেয়?
ভালোবাসা কি এমনি হয়?
কতটা বছর ধরে আমি তো
ভালোবাসার সংঙ্গা খুঁজে গেছি;
ভেবেছি যখনি জেনে যাব,
স্ট্রেটকাট বলে দেব ' ভালোবাসি'।
মনের অজান্তে আমার সেই ভালোবাসা,
আমার হৃদয়ের দোরগোড়ায়;
কোন সংকেত ছাড়া সে উঁকি দিয়ে গেছে,
আমার অন্তরের জানালায়।
আমি একটুও বুঝতে পারি নি,
রোদের উপদ্রব ভেবে বরাবরই জানালা বন্ধ করে গেছি।
কিন্তু আজ সে আমার যত অবহেলাকে,
অবলীলায় দিয়েছে ফাঁকি;
পৌঁছে গেছে মনের চোরাগলি।
সুপ্তিকালীন সময়ের জড়তা কাটিয়ে মন পেয়েছে,
আপন মনের মানুষ;
যাকে দ্বিধাহীন ভাবে বলি,
'তোমায় অনেক ভালোবাসি'
মান-অভিমানের সাগর পেরিয়ে,
বার বার তার কাছেই ছুটে আসি,
কারন, তাকে যে বড্ড ভালোবাসি।
Date: 25 September, 2015 —