এ কবিকে দিও না হারাতে
অজানার দিকে পা বাড়াতে
যদি হয় গুম
চোখে রবে না ঘুম।
বিনিদ্র রজনী জেগে রবে
ভেবে সে আসবে কবে?
আঁখিপাতে ঘুমের লুকোচুরি
তার ফাঁকে যদি হয় মনচুরি
হারানোর বাকি কিছু রবে না
এত  ব‍্যথা হয়তো প্রানে সবে না।
একটাই তো মন, যদি কিছুক্ষণ
হারায় অজানাতে-
ফিরায়ে তারে আনি,
আনবে আমি জানি..
নিজেরই অজান্তে।
দুঃখটারে রাখলে ধরে
মনটা পুরো দুঃখে ভরে
আপনজনের খুশির তরে
যাই না ভুলে দুঃখটারে।