তোমার সে ভালোবাসা নিয়ে কি বলবো?
স্বার্থের ঠুনকো আঘাতে শূন্যতাতে মিলিয়ে যায়!
আমি সে ভালোবাসাকে জানি
তোমার অবহেলায় ক্লান্ত শ্রান্ত হয়েও
তোমার পিছু ছাড়ে নি।
কিন্তু কতকাল?
সহ্য ও ধৈর্য এর তো সীমারেখা আছে!!
জীবনের সজীবতা সবসময় থাকে না।
ঐ রূপ-যৌবন ও সময়ের আঘাতে একদিন
হবে ক্ষতবিক্ষত।
আত্মা- মনের যে পবিত্রতা
তুমি রূপ দিয়ে করো যাচাই!!
সেও একদিন ছেড়ে দেবে তোমার সঙ্গ।
অপেক্ষায় থাকে প্রকৃতির প্রতিশোধ।
সময় কারো নয়...
মাথার ওপরে ঝোলানো কৃপাণ।