চোখে স্বপ্ন অটুট বিশ্বাস
বারবার দেয় জেতার আশ্বাস।
নির্ভয়ে এগিয়ে চলার প্রত্যয়,
সাফল্য এনে দেয় হাতের মুঠোয়।