আজি কেন হায় মনের গহীন কোনে,
কি যে এক ব্যথা অনুভূত হয়;
অনেক ভাবার পরও তার কারণ,
মনের মাঝে হয় না উদয়।
মানুষের তরে মানুষের টান,
যাদের সাথে জুড়ে থাকে প্রাণ;
কেন তবে হায় ব্যথা দেয় মনে,
বারে বারে তারে আসে স্মরণে।
জানি এ টান কভু হবে না শিথিল,
যদি হয় তা আত্মায়;
পরমাত্মার অংশ সবাই,
খুঁজে পাই যদি সত্ত্বায়।
যখনি মনের মাঝে তব স্মৃতি,
ভিড় করে দেয় ভাবনা;
ভাবি কাছে দূর এ দুনিয়ার রীতি,
তা নিয়ে চিন্তা আর না।
ভেবে তাই করি সত্যেরে গ্রহণ,
কষ্ট সেতো স্মৃতির দহন।


রচনাকাল: ০১ মে, ২০০৯ ইং