তোমার ভাবনায় কাটে প্রতিটি ক্ষণ
তোমাকে কাছে পেতে উতলা মন
স্পর্শের বাইরে থেকে তুমি
অন্তর জুড়ে থাকো সারাক্ষণ।
তোমার সাথে কাটানো সময়
স্মৃতির আয়নায় ভাসে
যখন তুমি দুরে থাকো
স্মৃতিরা কাছে আসে।
জীবনের এই সফরে
তুমি হলে সহযাত্রী
তুমি থাকলে আলোর দিশা
যতই গভীর হোক রাত্রি।
জানি না ভবিষ্যৎ কেমন হবে
ভাবছি না তাই আর!
শুধু চাই বাকী জীবনটায়
সঙ্গী হতে তোমার।
রচনাকাল- ২৮/০২/২০১৫