হৃদয়ের অনুভূতিরা প্রকাশের ভাষা খুঁজে...
তবুও কেন যেন ঠোঁটের কোনে এসে
থেমে যায় সে অভিব্যক্তি...
আমি পারি না...
কেন যেন পারি না...
অন্তর জুড়ে আবেগের জোয়ারকে কন্ঠ দিতে...
তাই শব্দ খুঁজে ফিরি...
ছন্দোবদ্ধ ভাষায় প্রকাশিতে আমার কথা।
আজ যখন তোমার প্রশংসায় ও কৃতজ্ঞতা প্রকাশে সবাই ব্যস্ত...
তখন আমি শুধু খুঁজে গেছি শব্দ ও ছন্দ।
তোমাকে বিশেষায়িত করার শব্দ অভিধানে যেন অপ্রতুল।
কখনো সহোদরাসম আচরণে,
কখনো বা মাতৃসম মহিমায়,
তুমি ছিলে...
কখনো আদর্শ হিসেবে
অনুকরণীয় ও অনুসরনীয়।
তুমি যে রূপে হও না কেন?
মনে জাগিয়েছো অদ্ভুত সাহস,
জাগ্রত করেছো স্পৃহা।
দেখিয়ে দিয়েছো...
যে হাতে দোলনা দোলে
সে হাতে বিশ্ব চলে।
দক্ষতার কোন নারী-পুরুষ নেই।
সত্যিকারের দক্ষতার মানদন্ড
তার কর্ম, ব্যক্তিত্ব আর আচরন।
সময়ের সাথে তোমার পদচারণা
আনবে সমৃদ্ধি...
ঋদ্ধ হবে তুমি ও তোমার আশেপাশের সবাই।
ভালোবাসার অদৃশ্য বন্দনে বেঁধে রেখো সবারে..
এই শুভ কামনায়...
যদিও মন চাহে না বলিতে
বিদায়।
কালের পরিক্রমায় মিলছি আবার
এথা নয়, হেথা নয়, অন্য কোন খানে
মিলেছি... মিলবোই... ভালোবাসার টানে।