আর কতজন পুড়লে শ্রমিক আমরা বলো মানুষ হবো?
আর কতটা জ্বললে আগুন আমরা বলো খাঁটি হবো?
যারা হারায় তারা বোঝে তাদের কি হারিয়ে গেছে!
কেমনে তারা বেঁচে আছে হাহাকারের দীর্ঘশ্বাসে!
ধুঁকে ধুঁকে বেঁচে থাকা, পাথর বুকে বেঁচে থাকা!
তাদের বাঁচা আর বাঁচা নয়!
যারা পোড়ায় যারা জ্বালায়,
তারা আবার ছাড়া পাবে?
টাকার কাছে সব বিকিয়ে আত্মাটাও মরে গেছে!
যারা দেখার বন্ধ চোখে অন্ধ যারা!
লোভের কাছে লাভের কাছে বিক্রি যারা!
পঁচা গলা বিবেক দেহে তারা কি আর মানুষ আছে?
আমার তোমার, স্বজন হারা অশ্রুপাতের,
অভিশাপের স্রোতের তোড়ে
যাক ভেসে যাক সব অমানুষ!
আওয়াজ উঠুক হাজার অযুত লক্ষ কোটি,
প্রতিবাদের ঝড় উঠে যাক,
আকাশ বাতাস উঠুক কেঁপে!
এই দেশেতে এই মাটিতে ওদের সাজা পেতে হবে!
ওদের বিচার হতে হবে!


১০ জুলাই ২০২১, ঢাকা।
দুঃখ ভারাক্রান্ত সময়!