কত নদী জল হারালো
কত পথিক পথ হারালো,
হাজার বছর অতীত হলো,
স্মৃতির পাতায় জমলো ধুলো।
একটি পাখি সুর তুলে যায়,
এক বিকেলের দ্বার খুলে যায়।
শ্যাওলা জমা দিঘীর ঘাটে
জারুল বটের ছায়া দোলে,
একটি হাসি ঢেউ তুলে যায়।
অযুত প্রহর কেটে গেলো,
একটি হাসি মনের ভীড়ে,
তেমনি আজো ভীষণ রঙ্গিন,
ঝলমলিয়ে আলো ছড়ায়,
আমার উদাস হৃদয় রাঙায়।