মন জানালার বন্ধ দুয়ার
কপাট খোলার সাধ্যটি কার?
অতল জলের গভীর স্রোতে
সাধ আছে কার ডোবার ভাসার?
তোমার নদীর স্রোতের তোড়ে,
কূল ভেঙ্গে যায়, ধ্যান ভেঙ্গে যায়
মনের ভেতর লুকোচুরি
পুড়ছে শরীর কিসের নেশায়?
দিগন্তের ঐ সবুজ রেখা
আর হলনা ছুঁয়ে দেখা,
পথের শেষে পথ এসে যায়
দিনের শেষে আমি একা।


রচনাকাল ২০১৬