একটি বিকেল কত মৌন হতে পারে?
একটি বিকেল কত সৌম্য হতে পারে?
কত স্নিগ্ধ, কত মুগ্ধ হতে পারে?
কেমন মুখর, কেমন মায়ার হতে পারে!
কিছু কিছু বিকেল
অনেক বিকেল থেকে প্রীতি ময়!
কিছু কিছু ক্ষণ
সকল ক্ষণের চেয়ে দ্যুতি ময়!
যখন অযুত স্বপ্নেরা ভীড় জমায়
চোখের তারায়,
তখন পাখা মেলে হাজার পাখি আকাশে,
তখন মিষ্টি একটা সুবাস ভাসে বাতাসে,
যে বিকেলের রঙ হাজার রঙে রঙিন!
যে বিকেল শেষ হয়ে রেশ রয়ে যায়,
এমন বিকেল..
শুধু স্বপ্ন যায় ছড়িয়ে,
সে আদুরে বিকেল...
যে বিকেলে তুমি আছ জড়িয়ে,
সে বিকেলে
আরও অধিক কিছু হতে পারে!