যে দিনগুলো গেছে চলে
কোন কিছু যায়নি বলে,
কোন আশা দেয়নি তারা
পথ ভুলে আজ দিশাহারা।


সুতোছেঁড়া ঘুড়ির মতন
ঝরে পড়ি কোথায় কখন,
কার আকাশে উড়ে চলি
কার আগুনে পুড়ে চলি?


কার ছায়াতে শান্তি খুঁজি
সকল ছায়া হারায় বুঝি,
কোন আলোতে চক্ষু খুলি
কার মায়াতে দুঃখ ভুলি?


হিসেব কষে পথ চলা যে
হয়নি আমার কোন কাজে,
আলোর পথে ছুটে গেলাম
মরিচীকাই শুধু পেলাম।


সীমার বাঁধন ছেঁড়ার সাহস,
হত যদি করি আপোষ,
আপোষ বিনে স্বপ্ন তাড়া
আর কিছু নয় দুঃখ ছাড়া।


রচনাকাল: ১৬ সেপ্টেম্বর, ২০১৭