তোর সীমানায় কাঁটাতারে থমকে আছে সময়,
তোর ঠিকানায় হাজার চিঠি লিখতে থাকে হৃদয়
তোর আকাশে বৃষ্টি ঝরায় উদাসী মনের মেঘ
তোর বাতাসে ভেসে বেড়ায় অনাদরে আবেগ।


তোর বসন্তে ফাগুন হাওয়ায় আমার শৈত্যকাল
জ্যোছনা ঝরুক তোর বাগানে অসীম দীর্ঘকাল
নৌকা ভাসুক তোর নদীতে দুরন্ত হাওয়ায় পাল
চল ভেঙ্গে দিই দ্বন্দ্ব দ্বিধা কাঁচের যতো দেয়াল।


পথ ফুরোলে পথের সাথী পড়ে থাকে হেলায়,
রাত ফুরোলে রাতের তারা অবহেলায় হারায়।
রুদ্ধ আবেগ পথ খুঁজে নিক বাঁধুক প্রাণে প্রান
ফসল ফলাক তোর জমিতে উদ্ধত এক কিষাণ।