ভাঙতে চেয়েছি অচলায়তন, ভীষণ আঘাতে বারবার,
ছিঁড়তে চেয়েছি প্রলোভন আর লালসার জাল,
করতে চেয়েছি কদর্য ফাঁদ, সব ছারখার।
জ্বলেছি জ্বলনে অক্ষম ক্রোধে অসহায় ক্ষোভে,
পঙ্কিলতায় নিমগ্ন হতে হতে ফিরি গৌরবে।
কেউ না চিনুক আমি তো নিজেকে চিনি,
হারাইনি চোরা স্রোতে, অতলে ডুবিনি।
কি লাভ হয়েছে তাতে, প্রশ্ন রাখিনি মনে,
পৃথিবীর সব নষ্ট হয়না,
সব নষ্টের কখনো হবেনা।
তবু কি পানিতে নেমে পারে কেউ, জল না লাগিয়ে?
কাদা মাখা পথে যায় না কি চলা, কাদা না মাড়িয়ে?
আমি তো বধির নই,
মনে গেঁথে আছে সব হাহাকার,
ক্লীব নই আমি,
জ্বালিয়ে অনল পোড়াতে পারি আঁধার!
আমি তো বীরের উত্তরসূরি,
হৃদয়ে আমার প্রোথিত যুদ্ধ জয়ের অহঙ্কার!
তবু অন্তরে আঁধার সয়না আর,
ইতিহাস খুঁড়ে খুঁড়ে বের করি রাস্তার কড়ি,
পৃথিবীর সব নষ্ট হয়না,
সব নষ্টের কখনো হবেনা।