আমি ভুলে গেছি তার সব কিছু
মনে পড়ে শুধু তার বিষাদ করুণ চোখ,
মৌন বিষন্ন এক বিকেল বেলা
সেই চোখ চেয়ে ছিল অপলক।
কালের স্রোতে...
মিশে গেছে অনেক গ্রহণের কাল
চুকে গেছে সব হিসেবের লেন দেন,
বদলে গেছে রাত্রি দিনের হাল চাল,
বিস্মৃত আজ কত শত ঘটনাকাল।
শুধু মনে পড়ে...
সেই বিষন্ন বিকেল বেলার বিষাদ করুণ চোখ
চেয়ে ছিল অপলক।