এখন আমার পুড়ছে শরীর,
থার্মোমিটার পারদ তবু
শূন্য দাগের নামছে নীচে!
শরীর তো নয় পুড়ছে হৃদয়!
এই যে উদাস সন্ধ্যা নামে,
রঙ হারানো বিকেল রেখে
সূর্য চলে অস্তাচলে।
হাজার তারা আকাশ জুড়ে,
তবু আকাশ একলা ভীষণ!
জনারণ্যে থেকেও মানুষ,
পায়না খুঁজে তার কে আপন।


এখন আমার কঠিন অসুখ,
ল্যাব রিপোর্টে সব স্বাভাবিক!
শরীর তো নয় মনের অসুখ!
বুক পকেটে এক শুকনো ফুল,
জল হারা ঐ নদীর মতো
বৃষ্টি কাতর, দিন গুণে যায়।


নিরাশ মনের বাহির ভেতর,
পুষে রাখা স্বপ্ন আদর,
পাখা মেলে নিরুদ্দেশে,
ভুল ঋতুতে, ভুল ঠিকানায়।


এই যে যতো মনের অসুখ
চোখের কালি, বিষন্ন দিন,
বৃষ্টি ঝরে তুমি এলে,
রঙ্ধনুতে রঙ ছড়িয়ে
দুঃখ গাঁথা ভেসে বিলীন।