তোমাকে ভালোবাসি কিনা জানিনা
মাঝে মাঝে...
কিছু দমকা হাওয়া তোমার কথা ভাবায়
কিছু অতীত স্মৃতি ফিরে ফিরে আসে
কিছু স্বপ্ন খোঁজে এক প্রিয় মুখ।
দুপুর গুলো অলস যখন ঝিমায়
সন্ধ্যা এসে ঝিঁঝিঁর ডাকে হারায়,
আমি হারাই এক মৌনতার ছায়ায়,
দ্বীপান্তরের মায়াবতীর মায়ায়।
তোমাকে ভালোবাসি কিনা বুঝিনা
কিন্তু তোমায় যখন দেখি
কি যেনো এক ঘোর লেগে যায় চোখে
কি যেনো এক সুর বেজে যায় মনে,
হাজার ফুলের সুবাস নাকে ভাসে
নদীর গভীর ঢেউ খেলে যায় বুকে,
মৃদুমন্দ পালের হাওয়ায় ভাসি,
বাঁধন হারা যেমন ওড়ে পাখি।
তোমাকে ভালোবাসি কিনা জানিনা
তবু মনে পড়ে..
এক মায়াবিনীর মায়া ভরা চোখ,
এক শান্ত কোমল মুখ,
নীরব উদাস একটি ছবি।
দিন পড়ে রয় সেই সে মায়ার টানে,
রাত জেগে রয় তারার হৃদয় ছুঁয়ে।