মরণে দুঃখ নেই
কপালে থাকুক একটি কোমল হাত
প্রিয় সব মুখ থাকুক পাশে।
ভেসে আসুক ঐ আযানের ধ্বনি,
জানালা গলে হাত ছুঁয়ে দিক রোদ,
জ্যোস্না ঝরুক রাতে।
বেলী ফুলের সুবাস ভাসুক হাওয়ায়,
শহরে নামুক বৃষ্টি তুমুল।
মৃত্যু যদি হয় হোক,
রুগ্ন রুদ্ধ বন্দী এই পৃথিবীতে নয়,
কষ্টে ভীতিতে একাকিত্বে নয়
আত্মীয় বন্ধু বিহীন নয়,
শোকে বিষাদে বিলীন নয়।
মরণ যদি হয় হোক,
শান্তি, স্বস্তি, ভক্তিতে, প্রীতিতে
মুক্ত নিঃশ্বাস, মুক্ত পৃথিবীতে।


১৬ জুন, ২০২০
করোনাকাল, ঢাকা।