যদি কাল আমি না থাকি,
পায়ের চিহ্ন না পড়ে এই চরাচরে,
আমার ছায়া না লুটায় যদি মাটিতে,
নিঃশ্বাস না মেশে বাতাসে,
সকালের রোদ যদি আমায় হারায়,
নির্জন দুপুর যদি ফুরায় অবলীলায়।
জ্যোস্না আলো, বৃষ্টি বর্ষা
যদি আমায় না খুঁজে পায়,
যদি সন্ধ্যা ছুঁয়ে নামে রাত একা বিষন্ন,
সারা দিন যায় যদি মৌন অবষন্ন,
তোমার খুব মন খারাপ হবে?
দুচোখ ভরে যাবে জলে?
মহাবিশ্বে থেমে যাবে কি সব?
যদি কাল আমি না থাকি,
গাছের ওপর ঝুলে থাকা
ঐ চাঁদ আমায় যদি খোঁজে,
প্রাচীন এক হাওয়া যদি
উড়িয়ে আনে অতীত,
আমার জায়নামাজে জমে যদি ধুলো,
জানালা ছোঁয়া গাছের ডাল
আমার স্পর্শ না যদি পায়,
গুমোট হাওয়ায় ঢেকে যাবে আকাশ?
খুব বদলে কি যাবে এই পৃথিবী?
যদি কাল আমি না থাকি
চলে যাবো সীমা ছেড়ে
অনন্ত অসীমে, অন্তহীন সুদূরে
আমি থাকবো, আসবো ফিরে আবার,
নতুন রূপে, নতুন নামে, নতুনেতে বিলীন,
নতুনের মাঝে চিরদিন।