শাটল ট্রেনে
------------------
তোমার চেহারা মনে নেই আমার
কিন্তু সেই মুহুর্ত গুলো
হাজার স্মৃতির ভীড়ে
সজীব মনের গভীরে।
আচমকা মনের মাঝে
সকাল কি দুপুর সাঁঝে
উঁকি দিয়ে যাও তুমি,
হালকা বেগুনী রঙের,
কিংবা বিবিধ বর্ণের
শাড়ি পরে এসে ছিলে,
আমার পাশে বসেছিলে,
যেন একরাশ আলো নিয়ে,
মনের মেঘ দূরে সরিয়ে,
লম্বা, ছিপছিপে, সৌম্য,
দিপ্তীময়, শান্ত, মৌন।
স্নিগ্ধ মিষ্টি একটা সুবাস
যেন হাজার ফুলের নির্যাস,
আচ্ছন্ন করে ছিল আমায়,
আমি ভেসে চলেছিলাম
আর উড়ে চলেছিলাম,
সময়কে পেছনে ফেলে,
বর্তমানকে দূরে ঠেলে,
অন্য কোন এক জগতে!
অজানা কোন কক্ষপথে!
কী সুন্দর এই পৃথিবী!
কী সুন্দর তার সবকিছু!
আর এই পথ চলা!
ছন্দময় ট্রেনের ঝকাঝক!
তোমার দিকে ভালভাবে তাকাইনি,
কিন্তু আমি জানতাম
তুমি সুন্দরের চেয়েও সুন্দর!
যেন জীবনের নিষ্পাপ কোন ভোর!
শান্ত সকালের মত স্নিগ্ধ,
মায়াবী রাতের মত নিস্তব্ধ,
শিশির ভেজা সতেজ কোন ফুল।
কোন কথা হয়নি তখন
কিন্তু অনেক অর্থ তৈরি হয়ে যায়,
যার শেষ হয়না, রেশ রয়ে যায়,
যা আমাকে নিমেষে ভাসিয়ে নেয়
যা আমাকে আচ্ছন্ন করে দেয়
যে মিষ্টি সুবাস আমি পাই এখনো
যে মুহুর্তগুলি অমূল্য তাই এখনো
জীবনের অনেক মুহূর্তের চেয়ে,
যে ক্ষণ গুলো আমাকে ভাবায়
মনে করিয়ে দেয় তোমায়,
কিন্ত আমি মনে করতে পারিনা
তোমার মুখ !