তোর ঠোঁটেতে ফুটে আছে
রক্ত ফাগুন কৃষ্ণচূড়া,
দোষ কি দিবি পান করিলে
আকন্ঠ জল তৃষ্ণা সুরা!
তোর চোখেতে ঝড়ের আভাস
উথাল পাথাল ঢেউয়ের ভেলায়,
দোষ কি দিবি ভাঙ্গে যদি
বাঁধটি বালির ঢেউয়ের খেলায়!
তোর আকাশে মেঘের মেলা
বিজলী চমক বজ্রপাতে,
মারবি কি তুই কাড়বি জীবন
কোমল আলোর বজ্রাঘাতে?
তোর পাহাড়ে যাদুর মায়া
হৃদয় জুড়ায় চক্ষু জুড়ায়,
দোষ কি দিবি করলে আবাদ
সম্মোহনের পাহাড় চূড়ায়!