ফেলে আসা দিনগুলোকে খুঁজে ফিরি যতো
শৈশবের দিনগুলোতে হারিয়ে যাই ততো।
ঘাসফড়িঙের পিছু পিছু ছুটছি কত বিকেল
হাতে থাকত গুলতি, লাটিম আর পকেটে মার্বেল।
তাল সুপারির গাছ ছাড়িয়ে উঠত আমার ঘুড়ি
গল্প শুনতাম ভূত প্রেতের আর ফোকলা চাঁদের বুড়ি।
ঝড়ের দিনে আম কুড়াতে ভীষণ মজা হতো!
ছোট্ট নৌকায় ছোট্ট নদী পাড়ি দিতাম কতো!
এক দমে সাঁতরে যেতাম পুকুরের এপাড় ওপাড়!
বড়শির পুঁটি, শোলে হতো চড়ুইভাতির খাবার।
দিন গুলো হারিয়ে গেছে মহাকালের মাঝে
জমে আছে কত কথা স্মৃতির পাতার ভাঁজে!