তাকে আমি দেখেছিলাম অনন্ত কাল আগে,
কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শহরে!
প্রাচীন পুঁথি পুরান স্মৃতি ধুলোয় ধূসর ধ্বংস নগর!
বহু যুগের বিয়োগ ব্যাথায় গুমরে ওঠে পাথর দেয়াল!
তার হাতে হাত রেখেছিলাম বিদায় নেয়ার আগে,
আলতো তার ছুঁয়েছিলাম হাওয়ায় ওড়া চুল!
আলো ছায়ায় কুহেলিকায় অচেনা এক মুখ!
তার দুচোখে খুঁজেছিলাম অতুল গভীর মায়া,
অচিন এক শীতল ছায়া ঢেকে ছিল সেই মায়া!
সেই বিকেলে ম্লান আলোতে
দূরগামী এক মেঘের মতো
হারিয়েছিলাম তাকে!
সেই বিকেলের ম্লান আলোটা
পিদিম জ্বালায় স্মৃতির ঘরে,
সেই দুচোখের মায়ার ছায়া
খুঁজে ফিরি হাজার বছর !