পরের জামাই দারুণ জামাই ঘরের জামাই পানসে,
পরের বরের করলে সুনাম করে অভিমান সে।
রুমার জামাই চটপটে খুব সবার সাথে জমায়
ঝুমার জামাই টগবগে খুব হাসি ঠাট্টায় মাতায়।


ফ্যাশনেবল টুনির জামাই রুনি'র জামাই শান্ত
সবার জামাই তাগড়া জোয়ান আমার জামাই ক্লান্ত!
সুমির জামাই প্রচুর কামায় রুমির জামাই চাল্টু,
গাড়ি বাড়ি দামী যাহার নূরীর জামাই লাল্টু।


সবার জামাই মজায় মাতে আমার জামাই গোমরা,
মুডটা ব্যাজার মুখটা প্যাঁচার হুল ফুটায় য্যান ভোমরা।
বেহাল কপাল কানা'ই এমন পেলাম জামাই নীরস!
সবার জামাই হ্যান্সি হিরো আমারটা ক্যান বিরস!


মা'ফুজ স্যারের মিষ্টি দৃষ্টি পড়লে আমার দিকে,
গানের পাখি হয়েই যেতাম তোমরা রাখো লিখে!
গান গেয়ে রোজ কান ফাটাতাম টিভি চ্যানেল আমার,
শিল্পী হওয়া কে ঠেকাতো সাধ্য কাহার বাবার!


পেতাম যদি জামাই আমি শাকিব খানের মতো,
শিন্নী দিতাম মাজার দরগায় হাজার বারের মতো।
শাকিব না হোক ঐ জায়েদ খান হলে আমার জামাই,
বারো মাস এই আমার মনে বাজতো খুশির সানাই।


না হয় যদি জ্বলন্ত জলিল করতো বিয়ে আমায়,
মন্দ কিছু হতো না তো পেলে তাকে জামাই।
এ কেমন হাল ফাটা কপাল বাড়ি মারি ঝাঁটার!
নায়ক রুবেল মডেল নোবেল কেউ হলোনা আমার।