জলে বিষম আগুন জ্বলে
যখন তুমি নাইতে নামো
তীর ভেঙ্গে যায় তীব্র স্রোতে
যখন তুমি বাইতে নামো।
আকাশ জুড়ে মেঘ জমে যায়
দীঘল চুলে হাওয়ার খেলায়
পাহাড় জোড়া পূর্ণ চাঁদে
মাতাল করা জ্যোস্না ঝরায়।
দুই নদীতে বান ডেকে যায়
চোখের তারায় আবেগ অনল
দুই সীমান্তে শান্তি নামাই
পান করে যাই অমিয় গরল।