চিলেকোঠার আকাশটা কি অনেক বড়?
আকাশটাতে স্বপ্ন ওড়ে কত শত!
ফানুস ওড়ে, রঙিন আশার বেলুন যত,
সেই আকাশে চাঁদটা কি দেয় মায়ার আলো!
চিলেকোঠার বাতাসে এক গন্ধ আছে ভীষণ আপন!
একটি বিকেল ঝুলে আছে,
একটু হাসি থমকে আছে,
দুঃখগুলো জড়িয়ে আছে,
সেই আকাশে।
একটু আবেগ ছড়িয়ে আছে,
একটু মায়া মিশে আছে
সেই বাতাসে।
কার্নিশেতে শ্যাওলা জমে, পরগাছাটা বেড়ে ওঠে,
একটা চড়ুই ঘুলঘুলিতে, বাসা বানায় খড়কুটোতে,
সাগর মাঝে দ্বীপের মতো,
পানির মাঝে একটু ডাঙা!
একটু আলো, একটু ছায়া!