: কেমন আছো?
: যাচ্ছে কেটে, তুমি কেমন?
: দেখছো যেমন, বুড়িয়ে গেছি।
: ততটা নয়, বলছ যেমন।
: তুমি আছ আগের মতই
দিন ফুরিয়েছে সে যতই।
: কি যে বল! চশমা নিয়েছি,
চুলে ধরেছে পাক,
: আভিজাত্য বেড়েছে যে তাতে,
বছর যতই যাক।
: চশমায় আভিজাত্য বাড়ে?
: তোমারটাই, এমন নজর কাড়ে।
: কত বছর পর!
: হ্যাঁ অনেক বছর!
:  বসবে কোথাও একটু ? বসি কিছু সময়?
: ফিরব তো অনেক দূরে, বেশি সময় নয়
: কি এত ভাবছ? ঠান্ডা হচ্ছে কফি,
: চোখে ভাসছে পুরনো সব ছবি
যেসব ছবি ভুলিয়ে দেয় সবই,
যেসব ছিল স্বপ্ন দিয়ে আঁকা,
যেসব ছিল হৃদয় দিয়ে রাঙা,
তুমি আমি,
ভেসেছিলাম চিরকালের স্রোতে,
মিলেছিলাম একই মোহনাতে।
: এখন আমি যাই,
: সেসব আজ ফুরিয়ে গেছে
সেই নদীটি শুকিয়ে গেছে।
: গেলাম তবে যাই,
দেখা হবে যাই।