প্রহরের পর প্রহর, নিরন্তর অপেক্ষা!
আজ বৃষ্টির অপেক্ষা তো কাল রোদের,
আজ রাতের অপেক্ষা তো কাল ভোরের,
আজ সুখের অপেক্ষা তো কাল শোকের,
অপেক্ষা করতে করতে ক্লান্ত, শ্রান্ত হয়ে,
অপেক্ষাকে যাবজ্জীবন দিয়েছি নির্বাসন!
আজ কারো জন্য অপেক্ষা নেই, প্রতীক্ষাও নেই,
কারো জন্য বসে নেই বিরহে, আগ্রহে অধীর,
পথের দিকে, ঘড়ির দিকে চেয়ে নেই আজ অস্থির।
পথ চেয়ে থাকার দায় নেই,পথ ছাড়ারও সায় নেই,
আজ আমি স্বাধীন, উন্মুক্ত, বন্ধনহীন,
জরাহীন, মুক্ত পুরুষ এক!