বৈশাখ রোদে তপ্ত নগর, বৃষ্টিবিহীন ধুলোয় ধূসর।
বাস থেকে নেমে শাহবাগ মোড়ে,
টিএসসিতে যাই উর্ধ্বশ্বাসে দৌড়ে!
বকুল তলায় বসে ছিলো সে অপেক্ষায়,
ঘাসের সবুজে এক মায়াবিনী গাছের ছায়ায়!
-ঃ বড্ড করলে দেরী, জ্যাম ছিলো খুব?
-ঃ কিসের একটা মিছিল আটকে ছিলো পথ।
-ঃ ওরা আর পায়নি সময়, আজই!
-ঃ যখন তোমার কাছে আসি কিছু তো একটা হয়!
-ঃ ভীষণ ঘামছো তুমি, দৌড়ে এসেছো?
মুখ মুছে নাও তোমার রুমালে
-ঃ রুমাল আনিনি আজ ভুলে।
আঁচল বাড়িয়ে দিয়ে অবলীলায়
বললে নির্দ্বিধায়!
-ঃ আঁচলে এবার মুছে নাও ভালো করে
-ঃ সবার সামনে মুখ মুছবো আঁচলে!?
-ঃ কেউ না থাকলে আমিই দিতাম মুছিয়ে
চট করে মুখ চকিতে নিলাম মুছে,
আঁচলে তাঁর হাজার ফুলের সুবাস,
হাওয়ায় ছড়ায় স্বর্গীয় এক সৌরভ!
কোন রাজা না হয়েও আমি রাজ্য করেছি বিজয়!
পৃথিবীটা যেনো হাতের মুঠোয় পোরা,
কোনো দেশ নয়, কোন ভূখন্ড নয়, কোন সমুদ্র নয়
তার চেয়ে দুর্জয় দুর্লঙ্ঘ করেছি তাঁকে জয়!