তখন আমি ছন্নছাড়া অবুঝ ভাবুক,
আকাশ কুসুম স্বপ্ন চোখে দিবস গুণি।
হতাশাতে মুষড়ে পড়ি ভুল ঠিকানায়,
ভুল ফাগুনে ফুল খুঁজে যাই।
মাশুল গুণি ঘোর সন্তাপে,
কানাগলি হাতড়ে ফিরি মনঃস্তাপে।
তখন আমি অযুত আশার বীজ বুনে যাই,
নতুন ঋতুর আবাহনে আবাদ করি,
নতুন আভায় নতুন হাওয়ায় নতুন দিনে।
বুনো ফুলের পথের খোঁজে ছুটতে থাকি,
পথের আরো কতো বাকি!
দূর দিগন্তে ছায়া হারায় আলোর দিশায়,
কিছু স্বপ্ন মুঠোয় পুরে শান্তি খুঁজি,
ভ্রান্ত আশায় ক্লান্ত পথিক শ্রান্ত জীবন,
তবু ভোরের আলোক রেখায় জেগে উঠি।
তখন আমি দিকহারা এক নাবিক অকূল,
অপার পাথার ঝঞ্জা মুখর,
খুঁজে মরি দূর বাতিঘর,
দুঃখ বিলাস স্রোতে ভাসি অহর্নিশি,
নোঙর ফেলি অচিন দ্বীপে বিরান ভূমে।