তব নাম গাহে মনে,
তব সুর শুনি নির্জনে।
গাহে হৃদয়ে তার বারতা,
ছুয়ে যায় তার শুভ্রতা।
তব ছন্দে নাচে তা তা থৈ থৈ,
বুকে তব আশা জাগে,
খুশবু ঝরে মোর গুলবাগে।
সুরের আবরণ তব ঢাকে,
সা রে গা মা পা দা অনুরাগে।
ঝিরিঝিরি বারি তব নামে,
স্নেহ ভরা টান তোমা শানে।
যাচিয়া বল কবি পানে-
রহিনূ তব সাথে।
আসিলো সুখের রবি
হাসিল মোর এ প্রাণে।
সিন্দু বুকে তব খেলা,
আসিল নূতন ভেলা।
তব নাম হেথা জপে-
অবিমল সুধা তব লাগে কানে,
শুনে আনচান করে তব প্রাণে।
বাসিলো মোরে তব ইতি যাতনা,
পুরঃসর তব নিশীথ ভাবনা।
ঈশান বায়ু তব ছুটে চলে-
পূরবী হাওয়া যায় তব দুলে
ছুটিল তব তোমা পানে।
বলিল কানে কানে,
তব প্রাণ-কথা বায়ু জানে!
জানিলে না ইতি কোনোখানে-
___