আমি যদি কবি হতাম,
অমাবস্যায়, পূর্ণিমার চাঁদের
মত ছন্দে ছন্দে
তোমার রূপের ছন্দে
আকাশ আলোকিত করতাম।

আমি তো কবি নই
তবে কি আকাশ
রাঙে নি তোমার আভায়।।