শুভ নববর্ষ
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক


ঐতিহ্যের কোলে ভ্রাতৃত্বের মন্তরে,
একই ভূষণে একই রোশনে ফোটা প্রাণবন্দরে-
বাঙালি এ কৃষ্টিতে মজ্জায় রাঙিয়ে হর্ষ
প্রতীক্ষানোঙরে কালের কিশতি, নববর্ষ।
অতীতের বাদ-বিবাদ দ্বেষের কালো-অবসাদ,
মনের কৌমুদে ফুটিয়ে ত্বিষা, করিয়া আবাদ-
সত্যের ভুখা জরা-জীর-গ্লান, দীন-হীন প্রাণ,
নতুন বছরে নতুন গাহনে হোক অবসান।
জাতিগত ঐতিহ্যের এই বাঙালি কৃষ্টি,
সকল মননে আজ বয়ে যাক শুদ্ধিবৃষ্টি।
সকল ধর্ম সকল বর্ণ ভুলে ভেদাভেদ,
মানবতা কল্যাণে রচে যাক জাতিতে অভেদ।
অতীতের যত ভুল, বিষাক্ত ফুল-লুব্ধ পাথার
কৃষ্টিতে সৃষ্টিতে আজি ভেসে যাক সকল আঁধার।
ঐতিহ্য কপোল রাঙি সৃষ্টির উল্লাসে
কৃষ্টির ধারা বহোক কালের মনন বিকাশে।
সর্বান্তরে আজিকে মুক্তিতে মানবতার
বর্ষবরণে হোক জাতির দীপ্তঅঙ্গীকার।
‘শুভ নববর্ষ’- ‘শুভ’ হোক কল্যাণ সাধনে,
‘নব’ সৃষ্টির প্রেরণা বিধানে, মর্মে- বাঁধনে।  
ঢাকা, ১৫/০৪/২০১৯