ক্ষত মনের উত্তাপ
আনোয়ার আল ফারুক
..
রাত জাগা ডাহুক জানে দুখ গভীরতা
বাদ বাকি কেউ জানে না সেই ইতিহাস,
ডেকে চলে ভাঙতে রাতের নিরবতা
যদিও ফলাফল আপনার সর্বনাশ!
..
প্যারামিটারে করা যায় দুখ পরিমাপ?
না, আরো বেড়ে দেয় ক্ষত মনের উত্তাপ।