প্রেয়শির খোঁজ
আনোয়ার আল ফারুক
..
তোমার শহরের কোলঘেঁষা সড়ক বেয়ে
যেই পথ মিশেছে আমার বাড়ির আঙিনায়,
ঠায় দাঁড়িয়ে অপলক চাহনি চেয়ে
দুমড়ে মুচড়ে উঠি ভীষণ নীল বেদনায়।

উৎসুখ মন কেবল উঁকিঝুঁকি দিয়ে রোজ
তবু পেতে চায় হারানো প্রেয়শির খোঁজ।